এই লেখা যখন লেখা হচ্ছে তখনো নির্বাচন সম্পন্ন হয়নি আমেরিকায়। পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের ভাগ্য নির্ধারিত হতে আর কয়েক ঘন্টা বাকি। আমেরিকা প্রবাসীর চোখে মার্কিন নির্বাচন ও নির্বাচকদের নিয়ে এক বিশ্লেষণী আলেখ্য।
by পার্থ বন্দ্যোপাধ্যায় | 04 November, 2020 | 1440 | Tags : Presidential Election America Trump Biden Covid 19
মার্কিনপন্থী ভারতীয় ও বাঙালিরা মঙ্গলগ্রহ বা নাসা নিয়ে যতই নাসাগ্র ফোলান না কেন, তাঁদের উচ্চনাসা আরো অনেকগুলো দরকারি বিষয়কে সুকৌশলে এড়িয়ে যান। মঙ্গলগ্রহে যাবার অতি অবিশ্বাস্য অঙ্কের অর্ধেক ব্যয় করলে আমেরিকার মানুষের পেট ভরে খাওয়া জুটতো, মাথার ওপরে ছাদ জুটতো, আর স্বাস্থ্যসঙ্কট, শিক্ষাসঙ্কট, পরিবেশ ও জলবায়ুসঙ্কট থেকে মুক্ত হওয়া যেতো।