মদ গাঁজা নেশা এবং আরও কিছু অপকর্ম শুধু যে যাদবপুরেই হয় বা কেবল একালেই হয়, এমন নয়। আমাদের ছাত্র দশায় (১৯৭০-৭৭) কলকাতার প্রায় সব কলেজেই এই সব উপকরণের চর্চা ছিল। তখন অবশ্য কোথাও র্যাগিং থেকে মৃত্যু ঘটেছে বলে শুনিনি। এ আমাদের সমাজের আর এক সমস্যা। তাহলে কেন শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই দোষে দোষী করা হচ্ছে? আসলে যাদবপুর, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একটা জোরালো কণ্ঠস্বর। তাই সেই শক্তি চাইবেই, কীভাবে এই যাদবপুরের মুখ বন্ধ করে রাখতে হয়। ভবিষ্যতে যাতে, এই যাদবপুর কোনও আওয়াজ না তুলতে পারে, তাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হেয় করার চেষ্টা?
by অশোক মুখোপাধ্যায় | 21 August, 2023 | 1409 | Tags : Jadavpur University Ragging Bullying by Media Anti Fascist voice