সার্বজনিক জীবনে তিনি কোনোদিনও সাম্প্রদায়িক বিভাজন করেননি বলে প্রধানমন্ত্রী বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছেন, ভুল বোঝাতে চাইছেন, কিন্তু কেন? আর এস এস – বিজেপি, নরেন্দ্র মোদী – অমিত শাহ, আসলে মানুষকে ভুল বোঝাতে চায়, জনসংখ্যা, উন্নয়ন বিকাশ তাঁদের চিন্তা ভাবনার মধ্যে নেই, আছে ধর্মীয় সাম্প্রদায়িকতা, এক চরম অন্যায়, মিথ্যে অস্ত্র নিয়েই তারা মানুষের ভোট পেতে চায়, একথা আজ প্রত্যেক কে বুঝতে হবে, বোঝাতে হবে।
by অনিকেত চট্টোপাধ্যায় | 22 May, 2024 | 893 | Tags : Census Hindu Muslim Binary