সেকুলার শব্দটা আজকাল গালাগালির চেহারা পেয়েছে নানা ধর্মের ধর্মান্ধদের কাছে। যদিও তাদের বেশীরভাগ দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত - যে, যে কোনো সময় সব হারিয়ে নিম্নবিত্ত হয়ে যাবে; এদের কাছে সেকুলারিজমকে গুছিয়ে বেচে দেওয়া হয়েছে গালাগালি বলে এবং তারা হাতে ইন্টারনেট পেয়ে, মুহুর্মূহু বর্ষণ করে চলেছে এই গালাগালি। সামনাসামনিও বলছে, এর কারণ কী, উদ্দেশ্যই বা কী ?
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 01 January, 1970 | 205 | Tags : secular Pahelgam Terrorist Attack Constitution