লখিমপুর খেরিতে সিবিআই হোক বা আনিস খান হত্যাকান্ডে বিশেষ তদন্তকারী দল— উভয়ের ক্ষেত্রেই নিরপেক্ষতার অভাবই আসল কারণ। কোনো তদন্তেই আসল অপরাধী শাস্তি পায় না। তাই পুলিশের সংশোধন বা রিফর্মকে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের এগিয়ে আসা উচিত, যাতে ভবিষ্যতে সরকার বদল হলেও পুলিশ নিরপেক্ষ থাকে।
by সুমন সেনগুপ্ত | 16 March, 2022 | 1314 | Tags : Anish Khan Police Reforms Neutrality of Police