হিন্দু জনসংখ্যা কমছে, মুসলমান জনসংখ্যা বাড়ছে। আদতে কী হচ্ছে, হয়েছে? মুসলিম জনসংখ্যার অনুপাত অবশ্যই বেড়েছে। তবে মোট হিন্দু জনসংখ্যা ১৯৫১ সালের জনগণনার সময়ে ছিল ৩০.৩৭ কোটি, ২০১১ সালে তা হয়েছে ৯৬.৬৩ কোটি। অর্থাৎ মোট বেড়েছে ৬৬.২৬ কোটি। সমসময়ে মুসলিম জনসংখ্যা ৩.৫৪ কোটি থেকে ১৩.৬৯ কোটি বেড়ে ১৭.২৩ কোটি হয়েছে। ফলে গড়ে ৫ জন হিন্দু বাড়লে ১ জন মুসলিম বেড়েছে। “কী নির্জীব কী নির্জীব নির্ঘাত ওটা বুদ্ধিজীব!”-প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের ধর্মাবলম্বী জনসংখ্যার নির্জীব বুদ্ধিজীবীসুলভ বিশ্লেষণ
by অমিত দাশগুপ্ত | 01 January, 1970 | 270 | Tags : Hindu Muslim Statiscal Jugglery