"আমাদের কর্মবিরতিতে কোন রোগীর চিকিৎসা ব্যাহত হয়নি"। তাহলে আপনাদের সারা বছর কাজ কি? বলার সময় তো বলেন আপনারাই হাসপাতালের মেরুদন্ড। নিট পরীক্ষার কেলেঙ্কারি প্রকাশ পাবার পর যথেষ্ট উপলব্ধি করতে পারছি আমাদের স্বাস্থ্যের ভবিষ্যৎ কি? গভীর কুয়াশাচ্ছন্ন। প্রবেশিকা পরীক্ষার শুরু থেকেই কোচিং সেন্টার চয়েস করা ও লক্ষ লক্ষ টাকা খরচ করা, ঠিকঠাক প্রায় হুবহু প্রশ্নপত্রটি সাজেশন হিসেবে লাভ করা, এইগুলোও তো দুর্নীতি। তা নিয়েও কথা হোক।
by মালবিকা মিত্র | 12 September, 2024 | 1045 | Tags : Junior Doctors Movement Justice For RG Kar Untreated Death of Patient