সচ্চিদানন্দ ঘাটের সংগঠক পরিচয়ের মধ্যে থেকেই সময়ে সময়ে বেরিয়ে এসেছে তাত্ত্বিক হিসেবে তাঁর অনন্যতা। ১৯২৫ এ পার্টি গঠনের পর্বে কানপুর সম্মেলনে ওঠা বিতর্কে কমিউনিস্টদের আন্তর্জাতিকতার পক্ষে তিনি নেতৃত্ব দিয়েছিলেন নিতান্ত তরুণ বয়সে। সে সময়ে ঘাটে কেন্দ্রীয় কমিটির কাছে আরো দুই নেতৃত্বের সঙ্গে মিলিতভাবে একটি দলিল পেশ করেন। আজ কমিউনিস্ট পার্টির ১০০ বছরে, প্রথম সাধারণ সম্পাদকের জীবন আলেখ্য।
by সৌভিক ঘোষাল | 01 January, 1970 | 202 | Tags : Communist Party 100 years of Communist Party