পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

হিন্দু মুসলমান সম্পর্ক, সাম্প্রদায়িকতা ও রবীন্দ্রনাথ ঠাকুর

  • 09 May, 2019
  • 4 Comment(s)
  • 24101 view(s)
  • লিখেছেন : মিলন দত্ত
‘গভীর ভাবে জানার ভিতরেই পরস্পরের ভেদ ঘোছে’, হিন্দু-মুসলমানের বিরোধ এই পথেই মেটে, মনে করতেন রবীন্দ্রনাথ। সেই পথেরই হাঁটতে চেষ্টা করে ‘সহমন’। আজ পঁচিশে বৈশাখ। কবির ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে মিলন দত্ত-র নিবেদন।

১৯২২ সাল। কালিদাস নাগ বিলেত থেকে চিঠি লিখে জানতে চাইলেন, ‘হিন্দু-মুসলমান সমস্যার সমাধান কি?চিঠির জবাবে কবি লিখলেন: ‘খিলাফত উপলক্ষে মুসলমান নিজের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে টেনেছে, হিন্দুমুসলমানকে তত কাছে টানতে পারেনি। আচার হচ্ছে মানুষের সম্বন্ধের সেতু, সেখানেই পদে পদে হিন্দু নিজের বেড়া তুলে রেখেছে।...অন্য আচার অবলম্বীদের অশুচি বলে গণ্য করার মত মানুষের মিলনের এমন ভীষণ বাধা আর কিছুতেই নেই।’ চিঠির শেষে রবীন্দ্রনাথ লিখলেন, ‘আমরাও মানসিক অবরোধ কেটে বেরিয়ে আসবো।’

মুসলমানের বৈশিষ্ট্য ও ভারতবর্ষে তাদের অধিকার হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘হিন্দু মুসলমানের সম্বন্ধে লইয়া আমাদের দেশে একটা পাপ আছে। এ পাপ অনেক দিন হইতে চলিয়া আসিতেছে। ইবার যা ফল তাহা না ভোগ করিয়া আমাদের কোন মতেই নিস্তার নাই।’

১৩১৪ সনে কবি ‘প্রবাসী’তে লিখছেন, ‘আমরা এক দেশে এক সুখদুঃখের মধ্যে একত্রে বাস করি, আমরা মানুষ, যদি এক না হই তবে সে লজ্জা, সে অধর্ম।’ ওই বছরই পাবনায় ভারতীয় কংগ্রেসের প্রাদেশিক সম্মিলনীতে সভাপতির ভাষণে বলছেন, ‘এদিকে একটা প্রকাণ্ড বিচ্ছেদের খড়্গ দেশের মা‌থার উপর ঝুলিতেছে । কত শত বৎসর হইয়া গেল, আমরা হিন্দু ও মুসলমান একই দেশমাতার দুই জানুর উপরে বসিয়া একই স্নেহ ভোগ করিতেছি। তথাপি আজও আমাদের মিলনে বিঘ্ন ঘটিতেছে।’ একশো বছরেরও বেশি সময় হয়ে গেল কবির এই আক্ষেপ, এই চেতাবনি। তথাপি মনে হয় নাকি, আজকের সাম্প্রদায়িক সংঘাতের এই দুঃসময়ে যেন কবি সতর্ক করছেন আমাদের!

রবীন্দ্রনাথ বলেছেন, ‘তর্ক করিবার বেলায় বলিয়া থাকি কি করা যায়, শাস্ত্র তো মানিতে হইবে। অথচ শাস্ত্রী হিন্দু-মুসলমান সম্বন্ধে পরস্পরকে এমন করিয়া ঘৃণা করি বার তো কোনো বিধান দেখি না। যদি বা শাস্তির বিধানই হয়, তবে সে অস্ত্র লইয়া স্বদেশ-জাতি-স্বরাজ্যের প্রতিষ্ঠা কোনোদিন হইবে না। মানুষকে ঘৃণা করা যে দেশে ধর্মের নিয়ম, প্রতিবেশীর হাতে পানি খাইলে যাহাদের পরকাল নষ্ট হয়, পরকে আপন করিয়া যাহাদের জাতি রক্ষা করিতে হইবে, পরের হাতে চিরদিন অপমানিত না হইয়া তাহাদের গতি সহ্য করিতে হইবে।’

হিন্দুরা মুসলমানদের ব্যাপারে যে মনোভাব পোষণ করতো তা কবিকে ব্যথিত করেছিল। তার জন্য তিনি হিন্দু সম্প্রদায়কেই প্রধানত দায়ী করেন। কিশোর বয়সের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধে বলেন, ‘...আমি হিন্দুর তরফ হইতে বলছি, মুসলমানের ত্রুটি বিচারটা থাক— আমরা মুসলমানকে কাছে টানতে যদি না পেরে থাকি তবে সেজন্যে যেন লজ্জা স্বীকার করি। অল্পবয়সে যখন প্রথম জমিদারি সেরেস্তা দেখতে গিয়েছিলুম তখন দেখলুম, আমাদের ব্রাহ্মণ ম্যানেজার যে-তক্তপোশের গদিতে বসে দরবার করেন সেখানে একধারে জাজিম তোলা, সেটা মুসলমান প্রজাদের বসবার জন্য; আর জাজিমের উপর বসে হিন্দু প্রজারা। এইটা দেখে আমার ধিক্কার জন্মেছিল।’

১৯২০-২১ সালে সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনে মাওলানা মহম্মদ আলী ও গান্ধীজীর নেতৃত্বে হিন্দু-মুসলমানের পুনর্মিলনের একটা উদ্যোগ শুরু হয়। রবীন্দ্রনাথ বুধেছিলেন,এ মিলন স্থায়ী হবে না। ‘সমস্যা’ নামে একটি প্রবন্ধে কবি লিখেন, ‘প্রধান সমস্যা হিন্দু-মুসলমান সমস্যা। তার সমাধান এত দুঃসাধ্য, কারণ দুই পক্ষই মূলত আপন আপন ধর্মের দ্বারাই অচলভাবে আপনাদের সীমা নির্দেশ করেছে। সেই ধর্মই আমাদের মানববিশ্বাসকে সাদাকালো ছক কেটে সুস্পষ্টভাবে বিভক্ত করেছে— আত্ম ও পর। সংসারে সর্বত্রই আত্মপরের মধ্যে কিছু পরিমাণ স্বাভাবিক ভেদ আছে। সেই ভেদের পরিমাণটা অতিমাত্রায় হলেই তাতে অকল্যাণ হয়।’ ১৩৩৯ সনে প্রবাসী পত্রে প্রকাশিত ওই প্রবন্ধেই কবি বললেন, ‘ভারতবর্ষের কল্যাণ যদি চাই হিন্দু মুসলমানের কেবল যে মিলিত হতে হবে তা নয়, সমকক্ষ হতে হবে। সমকক্ষতা তাল-ঠোকা পালওয়ানি ব্যক্তিগত সমকক্ষতা নয়, উভয় পক্ষের সামাজিক সমকক্ষতা!’ ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে আমাদের আজও সেই কথাই হাওড়াতে হচ্ছে। তবু তা সম্ভব হচ্ছে কই!

সবার অংশগ্রহণে গঠিত যে মহান সভ্যতার উল্লেখ রবীন্দ্রনাথ করেছেন তার দেহ ও আত্মায় হিন্দু ও মুসলমান এই দু’টি জাতিসত্ত্বার গুরুত্ব ও ভূমিকাই মুখ্য । তিনি মুসলমানের মর্যাদা, অধিকার ও প্রকৃত মূল্যায়নকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এই দু’টি জাতিসত্ত্বার মিলনকে এত গুরুত্ব সহকারে বিবেচনা করে জাতির অস্তিত্বের স্বার্থে হিন্দু সমাজকে তা বোঝাতে চেয়েছেন। এখানেও তাঁর ভাষাতেই বলা যায়, ‘এ দিকে একটা প্রকাণ্ড বিচ্ছেদের খড়্গ মাথার উপর ঝুলিতেছে। এই দুর্বলতার কারণ যতদিন আছে ততদিন আমাদের দেশের কোন মহৎ আশাকে সম্পূর্ণ সফল করা সম্ভব হইবে না …আমরা (হিন্দু) গোড়া হইতে ইংরেজদের স্কুলে বেশি মনোযোগের সাথে পড়া মুখস্ত করিয়াছি বলিয়া গভর্নমেন্টের চাকরি ও সম্মানের ভাগ মুসলমান ভ্রাতাদের চেয়ে আমাদের অংশে বেশি পড়িআছে সন্দেহ নেই। এই টুকু (‘পার্থক্য’) কোন মতে না মিটিয়া গেলে আমাদের মনের মিলন হইবে না।’

রবীন্দ্রনাথ আরও জানালেন: ‘আমরা যে মুসলমানদের অথবা আমাদের দেশের জনসাধারণের যথার্থ হিতৈষী তাহার কোন প্রমাণ দিই নাই। অতএব তাহারা আমাদের হিতৈষিতায় সন্দেহ করলে তাহাদিগকে দোষী করা যায় না। …আমরা যে দেশের সাধারণ লোকের ভাই তাহা দেশের সাধারণ লোকে জানে না এবং আমাদের মনের মধ্যেও সে যে তাহাদের প্রতি ভ্রাতৃত্ব ভাব অত্যন্ত জাগরুক— আমাদের ব্যবহারে এখনো তাহার কোনো প্রমাণ নাই।’

আজ আমাদের দেশে এবং বিশেষত রাজ্যে যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্যোগের। বারবার কেন ঘুরে ফিরে আসে এই দুঃসময়। গত কয়েক বছরে এ রাজ্যে যুযুধান রাজনৈতিক মত প্রতিষ্ঠার তাগিদে তারা ধর্ম নিয়ে যে খেলা শুরু করেছে তারই পরিণতিতে এই পরিস্থিতি। সাধারণ মানুষকে তার যে কি ফল ভুগতে হয়, আপনাদের চেয়ে ভালো আর কে জানে!

মুসলমানদের বিষয়ে রবীন্দ্রনাথ তার অনুভব ব্যক্ত করেছেন এ ভাবে, ‘স্বদেশীযুগে আমরা দেশের মুসলমানদের কিছু অস্বাভাবিক উচ্চস্বরে আত্মীয় বলিয়া, ভাই বলিয়া ডাকাডাকি শুরু করিয়াছিলাম। সেই স্নেহের ডাকে যখন তারা অশ্রু গদগদ কন্ঠে সাড়া দিল না তখন আমরা তাহাদের উপর ভারী রাগ করিয়াছিলাম। ভাবিয়াছিলাম এটা নিতান্তই ওদের শয়তানি। একদিনের জন্যও ভাবি নাই, আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না...। বাংলার মুসলমান যে এই বেদনায় আমাদের সাথে সাথে এক হয় নাই তাহার কারণ তাদের সাথে আমরা কোনোদিন হৃদয়কে এক হইতে দিই নাই।’

তাঁর মুসলমানকে কাছ থেকে দেখা এবং তাঁদের জানা পূর্ববঙ্গে জমিদারি সামলাতে গিয়ে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিদারি দেখাশোনা করতে গিয়ে রবীন্দ্রনাথকে মুসলমান প্রজাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিশতে হয়েছে। তিনি সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন, ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধে, ‘আমার অধিকাংশ প্রজাইমুসলমান। কুরবানি নিয়ে দেশে যখন একটা উত্তেজনা প্রবল তখন হিন্দু যারা আমাদের এলাকায় সেটা সম্পূর্ণ রহিত করার জন্য আমার কাছে নালিশ করেছিল। সে নালিশ আমি সংগত মনে করিনি, কিন্তু মুসলমান প্রজাদের ডেকে যখন বলেদিলুম কাজটা যেন এমনভাবে সম্পন্ন করা হয় যাতে হিন্দুদের মনে অকারণে আঘাত না লাগে তারা তখনই তা মেনে নিল। আমাদের সেখানে এ পর্যন্ত কোনো উপদ্রব ঘটেনি। আমার বিশ্বাস তার প্রধান কারণ, আমার সঙ্গে আমার মুসলমান প্রজার সম্বন্ধ সহজ ও বাধাহীন। একথা আশা করাই চলে না যে, আমাদের দেশের ভিন্ন ভিন্ন সমাজের মধ্যে ধর্মকর্মের মতবিশ্বাসের ভেদ একেবারেই ঘুচতে পারে। মনুষ্যত্বের খাতিরে আশা করতেই হবে, আমাদের মধ্যেমিল হবে।’

হিন্দু মুসলমানের বিরোধ তাঁকে সবসময়েই ব্যথিত করেছে।ওই সাম্প্রদায়িক সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজেছেন জীবনভর।১৯৩১ সালের ৯ মে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবরে দেখছি কবি বলছেন, ‘যতদিন পর্যন্ত হিন্দু কিংবা মুসলমানের মধ্যে কোন একটি সম্প্রদায় অথবা উভয় সম্প্রদায়ের দীর্ঘ ভ্রাতৃবিরোধী সংগ্রামে সম্পূর্ণরূপে ক্লান্ত হইয়া পড়িবে, কিংবা শিক্ষার ফলে তাহাদের মধ্যযুগীয় মনোবৃত্তি সম্পন্ন পরিবর্তন সাধিত না হইবে, ততদিন পর্যন্তআমি ঐ সমস্যার স্থায়ী সমাধানের কোন লক্ষণ দেখি না।’

রবীন্দ্রনাথ যথার্থই মনে করতেন হিন্দু-মুসলমানের বিরোধ দূর হতে পারে মেলামেশা চেনাজানার মধ্যে দিয়ে। সেটাই একমাত্র পথ। এই পাঠ শেষ করব কবির বিশ্বভারতী পরিষদে ১৩৩২ সনে বক্তৃতার একটি উক্তি দিয়ে, ‘যে অন্ধকারে ভারতবর্ষে আমরা পরস্পরকে ভালো দেখতে পাইনে সেইটাই আমাদের সকলের চেয়ে দুর্বলতার কারণ। ...ভারতবর্ষের সেই রাত্রি চিরন্তন হয়ে রয়েছে। মুসলমান বলতে কী বোঝায় তা সম্পূর্ণ করে আপনার করে অর্থাৎরামমোহন রায় যেমন করে জানতেন, তা খুব অল্প হিন্দুই জানেন। হিন্দু বলতে কী বোঝায় তাও বড়ো করে আপনার করে, দারাশিকো একদিন যেমন করে বুঝেছিলেন, অল্প মুসলমানই জানেন। অথচ এই রকম গভীর ভাবে জানার ভিতরেই পরস্পরের ভেদ ঘোছে।’

আজও আমরা সে দিকেই চেয়ে থাকি কবে হিন্দু মুসলমান পরস্পরকে সম্পূর্ণ করে জানবে, মিথ্যা রেষারেষি হিংসা বিদ্বেষ দূর হবে। তাঁর দেখানো পথেই হাঁটতে চেষ্টা করি। আশায় থাকি, শান্তিকল্যাণ হবে সমাজ সংসার।

4 Comments

ZIARUL HOQUE

17 August, 2019

এই পেজের প্রতেক টা লেখাই অসাধারণ। এর আগে খুব কমেই এ রকম পেজ দেখেছি...।

Manik Dass

03 October, 2020

খুব ভালো লাগল লেখাটা পড়ে। মন ভরে গেছে। অনেক ধন্যবাদ এই দুঃসময়ে এমন একটি লেখা প্রকাশ করার জন্য। অভিনন্দন লেখককে।

Sharup Mondal

19 October, 2023

সত্যিই অসাধারণ একটা পোস্ট। তাই আমার অন্তর প্রকাশ্যে লেখককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আমরা জানি যে, রবি ঠাকুর একদিকে যেমন বিশ্বকবি অপরদিকে প্রকৃতির প্রেমিক নামেও অভিহিত। যা তাঁর সোনারতরী কাব্যগ্রন্থের 'মানসসুন্দরী','চিত্রা' কাব্যগ্রন্থে 'চিত্রা','উর্বশী' প্রভৃতি কাব্য-ই তাঁর সাক্ষ্য যে তিনি প্রকৃতির সাথে একাত্ম মিলবন্ধনের মধ্য দিয়েই একজন প্রকৃতির প্রেমিক হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি তাঁর 'অরণ্যদেবতা' নামক প্রবন্ধে লিখেছিলেন - "প্রকৃতি ও পরিবেশে মাটির সঙ্গে মানুষের যে চিরন্তন সম্পর্ক না থাকলে যেমন বেশিদিন টেকে না,তেমনি অরণ্যের সঙ্গে মানুষের সম্পর্কে মজবুত করার জন্য বৃক্ষরোপন প্রয়োজন" অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে মিলবন্ধন । রবীন্দ্রনাথ "হিন্দু-মুসলমান" নামক প্রবন্ধে তিনি হিন্দু সাথে মুসলমানের মিলবন্ধনের মধ্য দিয়েই তিনি একজন উন্নতমানের দেশকে দেখতে চেয়েছেন। আমরাও সেই আশায় থাকব শান্ত, সুমধুর শান্তিকল্যাণময় এক সমাজের আহ্বানে...

Sharup Mondal

19 October, 2023

সত্যিই অসাধারণ একটা পোস্ট। তাই আমার অন্তর প্রকাশ্যে লেখককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আমরা জানি যে, রবি ঠাকুর একদিকে যেমন বিশ্বকবি অপরদিকে প্রকৃতির প্রেমিক নামেও অভিহিত। যা তাঁর সোনারতরী কাব্যগ্রন্থের 'মানসসুন্দরী','চিত্রা' কাব্যগ্রন্থে 'চিত্রা','উর্বশী' প্রভৃতি কাব্য-ই তাঁর সাক্ষ্য যে তিনি প্রকৃতির সাথে একাত্ম মিলবন্ধনের মধ্য দিয়েই একজন প্রকৃতির প্রেমিক হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি তাঁর 'অরণ্যদেবতা' নামক প্রবন্ধে লিখেছিলেন - "প্রকৃতি ও পরিবেশে মাটির সঙ্গে মানুষের যে চিরন্তন সম্পর্ক না থাকলে যেমন বেশিদিন টেকে না,তেমনি অরণ্যের সঙ্গে মানুষের সম্পর্কে মজবুত করার জন্য বৃক্ষরোপন প্রয়োজন" অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে মিলবন্ধন । রবীন্দ্রনাথ "হিন্দু-মুসলমান" নামক প্রবন্ধে তিনি হিন্দু সাথে মুসলমানের মিলবন্ধনের মধ্য দিয়েই তিনি একজন উন্নতমানের দেশকে দেখতে চেয়েছেন। আমরাও সেই আশায় থাকব শান্ত, সুমধুর শান্তিকল্যাণময় এক সমাজের আহ্বানে...

Post Comment